জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

জাতীয় প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ সালের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানসহ ৭ সদস্যের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জানানো হচ্ছে আগামী ৩১ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬-২০২৭ এর সকল সভাপতি পদপ্রার্থী, একজন বাদে সকল সাধারণ সম্পাদক পদপ্রার্থীসহ অধিকাংশ প্রার্থী অনিবার্য কারণবশত নির্বাচন স্থগিত করার লিখিত আবেদন করেছেন। এ প্রেক্ষিতে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচন সাময়িক কালের জন্য স্থগিত ঘোষণা করছে।
আরও বলা হয়, নির্বাচনের পরবর্তী পদক্ষেপ যথাসময়ে ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এ এম শওকাত হোসেন, সদস্য মো. মনিরুজ্জামান, শামীমা চৌধুরী, নজরুল ইসলাম, উদয় হাকিম, সায়স্থ সাখাওয়াৎ, আ বা ম ছালাউদ্দিন।
এমএইচএন/এমএসএ