অতিরিক্ত মদ্যপানে লালবাগে ব্যবসায়ীর মৃত্যু

অতিরিক্ত মদ্যপানে রাজধানীর লালবাগ এলাকার মোহাম্মদ আলী (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (১৬ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ খান বলেন, মোহাম্মদ আলী লালবাগের হরমোহন শীল স্ট্রিটের বাসিন্দা। আজ সকালে তাকে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালে আনা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি অতিরিক্ত মদ্যপানে ব্যবসায়ী মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এমএসি/আরএইচ