বড় ক্ষয়ক্ষতি নেই, নিভেছে সায়েদাবাদ-ডেমরার আগুন

রাজধানীর সায়েদাবাদ ও ডেমরায় আগুনের ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রোববার রাতে এই দুই স্থানে আগুনের ঘটনা ঘটে।
সোমবার (১৭ মে) ভোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন ঢাকা পোস্টকে জানান, রোববার মধ্যরাত সাড়ে ১২টায় সায়েদাবাদ বাস-টার্মিনালের পাশে খাজা হোটেলে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদরদফতর ও সূত্রাপুর থেকে ৪টি ইউনিট গিয়ে আগুন নেভায়। এতে কেউ হতাহত হয়নি।
পৃথক একটি ঘটনায় ডেমরার মৃধাবাড়ি এলাকার প্যাকেজিং কারখানায় আগুন লাগে। রোববার রাত ১১টা ২৭ মিনিটে লাগা আগুন ঘণ্টাখানেকের মধ্যে নিয়ন্ত্রণে আনে ফায়ারের ৪টি ইউনিট।
মাহফুজ রিবেন বলেন, ডেমরার আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় অতিরিক্ত ফায়ার ইউনিট পাঠানো হয়েছিল। দক্ষতার সঙ্গে আগুন নেভানো হয়েছে। আগুনের ঘটনা দুটির কোনোটিতেই হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত জানার জন্য ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। মধ্যরাতে দুটি স্থাপনাই স্ব স্ব থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআর/এইচকে