ডিএনসিসির ৯ মামলায় সাড়ে ৫৮ হাজার টাকা জরিমানা

মহামারি করোনাভাইরাস রোধে স্বাস্থ্যবিধি না মানা লাইসেন্স ব্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা করায় ৯টি মামলায় ৫৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ মে) ডিএনসিসির আওতাধীন বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, ডিএনসিসির ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পাঁচটি মামলায় ৩০ হাজার ৬০০ টাকা, একই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তিনটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৯টি মামলায় আদায় করা জরিমানার মোট পরিমাণ ৫৮ হাজার ৬০০ টাকা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সবগুলো অঞ্চলেই এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এএসএস/এমএইচএস