ঢাকায় সন্তান জন্মে উচ্চ ব্যয়, ঋণগ্রস্ত বাবা–মা
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
২৮ নভেম্বর, বৃহস্পতিবার, বেলা ১১টা। রাজধানীর আগারগাঁওয়ের ২৫০ শয্যার টিবি (যক্ষ্মা) হাসপাতালে গিয়ে দেখা গেল, বহির্বিভাগ রোগীর ভিড়ে ঠাসা। একটি চেয়ারও খালি নেই। দাঁড়িয়ে আছেন অনেকে।
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেল, শীত আসতেই রোগীর ভিড় বাড়ছে হাসপাতালটিতে। কেউ এসেছেন যক্ষ্মা নিয়ে, কেউ হাঁপানি বা অ্যাজমা নিয়ে, কেউ শ্বাসকষ্ট নিয়ে।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
ঢাকায় বায়ুদূষণ বাড়ছেই, বাড়ছে কাশি, শ্বাসকষ্ট
টিবি হাসপাতালের উপপরিচালক ডা. আয়শা আক্তার প্রথম আলোকে বললেন, ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি যে পর্যায়ে গেছে, তার সঙ্গে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। দূষণ বেড়ে যাওয়ার এ সময়ে রোগীও বাড়ে।
কালবেলা
চার ইস্যু নিয়ে লন্ডনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ সাড়ে ৬ বছর পর যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় ১০ দিন সেখানে অবস্থান করবেন তিনি। স্ত্রী রাহাত আরা বেগমসহ শনিবার (৩০ নভেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি মহাসচিব। সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দুইবার লন্ডন গিয়েছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর এবারই প্রথম সরাসরি লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল।
দেশ রূপান্তর
দলিলপত্রে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থেকে নেওয়াশী ইউনিয়নে যাওয়ার রাস্তার পাশে ‘চামটা’ নদী; এখন ফসলের ও মাছের চাষ হয় নদীর বুকে। বিলুপ্তপ্রায় নদীটির চিহ্ন বহন করছে একটি নালা। তবে সরকারি কোনো সংস্থার খাতাপত্রে এর নাম নেই। খাগড়াছড়ির ‘ঠেগা’ নদীর নামও কোনো সরকারি সংস্থার তালিকায় নেই। জাতীয় নদীরক্ষা কমিশন, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন বা বিভাগীয় কমিশনারদের তালিকায় নদী দুটির নাম অন্তর্ভুক্ত হয়নি।
সমকাল
নিয়মনীতির তোয়াক্কা না করে বাড়ে ওষুধের দাম
জীবন রক্ষাকারী অর্ধশতাধিক ওষুধের দাম আবারও বেড়েছে। গত তিন মাসে কোনো কোনো ওষুধের দাম ১১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। উৎপাদক প্রতিষ্ঠানগুলো দাম বৃদ্ধির ক্ষেত্রে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিয়মের তোয়াক্কা করেনি বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, নিত্যপণ্য কিনতে হাঁপিয়ে ওঠা মানুষ এ ধাক্কা সামলাতে খাদ্যপণ্যে কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন। দীর্ঘমেয়াদে পরিবারের সদস্য, বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে দেখা দেবে পুষ্টি ঘাটতি। নিম্ন ও মধ্যবিত্তকে ওষুধের বাড়তি দাম চুকাতে হবে প্রাণের মূল্যে! যদিও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, জ্বালানি তেল ও ডলারের মূল্যবৃদ্ধির কারণে কিছু ওষুধের দাম সমন্বয় করা হয়েছে।
ইত্তেফাক
শিক্ষক সংকট, উপকরণের অভাব, অনুন্নত কারিকুলামসহ নানা সমস্যায় জর্জরিত দেশের কারিগরি শিক্ষা। বিপুল জনশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষায় সরকার বিশেষ জোর দিলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি। ২০১২ সালে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে, ২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষার্থী হবে ২০ শতাংশ। ২০২৪ সালে বলা হচ্ছে শিক্ষার্থীর হার ১৬ শতাংশ। তবে আন্তর্জাতিক কারিগরি শিক্ষার সংজ্ঞা ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য বিশ্লেষণ করে দেখা যায় এটি মূলত ৯ শতাংশ।
যুগান্তর
ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। একই দাবি জামায়াতে ইসলামীরও। ইতোমধ্যে দুই দলের নেতারা দল গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠও গোছাচ্ছে দল দুটি। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনি আসনে এখন সক্রিয়। নেতারা জনসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোয়। ঐক্য ও শান্তির বার্তা দেওয়ার সঙ্গে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে এসব তথ্য।
আরও পড়ুন
কালের কণ্ঠ
খুন, ডাকাতি ও অপহরণ বেড়েছে, কমেছে চুরি, ধর্ষণ, নারী নির্যাতন
রাজধানী ঢাকাসহ সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক অবস্থার মধ্যেও কিছু অপরাধ কমেছে। এর মধ্যে রয়েছে ধর্ষণ, নারী নির্যাতন ও চুরির মতো অপরাধ। তবে চলতি বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে খুন বেড়েছে উদ্বেগজনক হারে। এই সময়ে সারা দেশে ৫২২টি খুনের মামলা করা হয়েছে, যা ২০২৩ সালের দুই মাসের তুলনায় ৩৪টি বেশি।
প্রথম আলো
আওয়ামী লীগের ১৫ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংক খাতে: প্রতিবেদনের তথ্য
আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে লুটপাট সবচেয়ে বেশি হয়েছে ব্যাংক খাতে। এরপর ছিল ভৌত অবকাঠামো। এ দুটিসহ মোট চারটি খাতে এই সময়ে বেশি লুটপাট হয়েছে। বাকি দুটি খাত হলো বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্যপ্রযুক্তি।
বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রতিবেদনে ব্যাংক খাতে দুর্নীতি ও অনিয়মের জন্য ঋণ কেলেঙ্কারি, প্রতারণা, ভুয়া ঋণ ও ঋণের অপব্যবহারের বিভিন্ন ঘটনা চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রীয় মদদে ব্যাংক দখলে সহায়তা করা হয়েছে। ব্যাংক খাত থেকে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে যে অর্থ লুট করা হয়েছে, তার বড় অংশই পাচার হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কালের কণ্ঠ
এই নভেম্বরে রোগী আড়াই গুণ বেশি
কয়েক বছর ধরে এডিস মশাবাহিত ডেঙ্গুর মৌসুম দীর্ঘ হচ্ছে। এবার নভেম্বর মাসেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বছরের প্রায় ৩২ শতাংশ রোগী। আগের বছর এই সময় আক্রান্ত হয়েছিল ১২.৬৭ শতাংশ, যা গত বছরের তুলনায় রোগী বেড়েছে আড়াই গুণ।
আজকের পত্রিকা
বাংলাদেশ-ভারত সম্পর্ক: অস্থিরতা কমাতে চায় ঢাকা
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ‘অস্বাভাবিক অবস্থার’ মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক। বাংলাদেশ সামনে রেখেছে শেখ হাসিনা ইস্যুটি। আর ভারত কথা বলে যাচ্ছে এ দেশে সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে। উভয় পক্ষের এই টানাটানির মধ্যে মাঠেও ঘটে নানা ঘটনা। এসব ঘটনায় নানামুখী প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে বিভিন্ন মহল।
কালের কণ্ঠ
বিদ্যুতে বিপুর সীমাহীন দুর্নীতি অভিযুক্তরা অধরা
আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১১ বছর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন নসরুল হামিদ বিপু। তার বিরুদ্ধে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক লুটপাটের অভিযোগ থাকলেও কেউ মুখ খুলতে সাহস পায়নি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার ভয়াবহ দুর্নীতির নানা তথ্য ফাঁস হচ্ছে। তার ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু, মামা কামরুজ্জামান চৌধুরী, শ্যালকসহ অন্য আত্মীয় এবং ঘনিষ্ঠ সহযোগী লোকজনের দুর্নীতির নানা চিত্রও প্রকাশ পাচ্ছে।
প্রথম আলো
ঢাকায় সন্তান জন্মে উচ্চ ব্যয়, ঋণগ্রস্ত বাবা–মা
মামুন শিকদার গ্রিল কারখানায় কাজ করেন। আসন্ন সন্তান প্রসবা স্ত্রীর জন্য তিনি কম খরচে ভালো হাসপাতাল খুঁজছিলেন। ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভয় দেখিয়ে বলে, সন্তান বিকলাঙ্গ হতে পারে। ভয় পেয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে আসেন। চিকিৎসক জানান, বড় কোনো স্বাস্থ্যঝুঁকি নেই। তবে সন্তান নিরাপদে জন্মালেও খরচ হয়েই যায়।
খরচ বেড়ে যাওয়ার কারণ অস্ত্রোপচার। যা সি সেকশন, অর্থাৎ সিজারিয়ান ডেলিভারি নামে পরিচিত। জটিলতার ভয়ে মামুনের পরিবারই সিজার করানোর সিদ্ধান্ত নিয়েছিল।
এছাড়া ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ ছুঁতে পারে ৮ লাখ কোটি টাকা; প্রবাল দ্বীপে পর্যটক নিয়ে জাহাজ যাওয়া অনিশ্চিত; আলিফের পরিবারের জন্য হচ্ছে কোটি টাকার ফান্ড; বেসরকারি কলেজ মালিকরা কেন অটোমেশন বাতিল চান; ঢাবির ওয়েব সার্ভার হ্যাক করে সতর্কবার্তা—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।