পাকিস্তান থেকে খাদ্যশস্য আমদানির বিষয়ে আলোচনা

পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে পাকিস্তান থেকে খাদ্যশস্য আমদানির বিষয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময়ে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ পাকিস্তান থাকে জি টু জি ভিত্তিতে খাদ্যশস্য আমদানির বিষয়ে আলোচনা হয় বলে খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
সাক্ষাৎকালে পাকিস্তান হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগ সংযুক্তি জাইন আজিজ, খাদ্য সচিব মো. মাসুদুল হাসান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএইচআর/জেডএস