ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডে চাঁদা আদায়ের সময় একজনকে গ্রেপ্তার

রাজধানীর ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডে বিভিন্ন বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে টাকাসহ মো. মহসিন মোল্লা (৪৯) নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ
বুধবার (১৫ জানুয়ারি) রাতে ফলবাড়ীয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
তিনি জানান, বুধবার রাতে থানার একটি টহল টিম সংবাদ পায় ফলবাড়ীয়া বাসস্ট্যান্ডে কয়েকজন চাঁদাবাজ ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন বাস থেকে অবৈধভাবে প্রকাশ্যে চাঁদা আদায় করছেন। পরে টহল টিম সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মহসিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কয়েকজন সহযোগী দৌড়ে পালিয়ে যায়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন বাস থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায় করা মোট ৩ হাজার ৭০ টাকা ও চাঁদাবাজির টাকা উত্তোলনের তিনটি রসিদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মহসিনসহ পলাতক অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ডিএমপির বংশাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এমএসি/এমএসএ