শ্রম আইন সংশোধন করে শ্রম অধিকারের সুরক্ষা নিশ্চিতের দাবি

বিদ্যমান শ্রম আইন সংশোধন করে ব্যক্তিগত গাড়ি চালক, গৃহকর্মী, পর্যটন কর্মীসহ প্রত্যেক শ্রমজীবী মানুষের শ্রমিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের মাথাপিছু বার্ষিক আয় ২৮২৪ ডলার, অর্থাৎ ৪ সদস্যের একটি পরিবারের মাসিক আয় হতে হবে ১ লক্ষ ১০ হাজার টাকার বেশি। অথচ আমাদের জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারিত নেই, গার্মেন্টস শ্রমিকরা ২৪ হাজার টাকা মজুরি দাবি করায় জীবন দিতে হয়েছে। শ্রমিকের ন্যায্য মজুরি দেওয়া হয় না, উলটো মজুরি-গ্রাচ্যুয়টি চুরির সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। স্থায়ী কাজে ঠিকাদারি, আউটসোর্সিং, ঠিকা চুক্তিতে কাজ করানো, নিয়োগপত্র-পরিচয়পত্র না দিয়ে চাকরির প্রমাণ গোপন করা, কোথাও পেশি শক্তি ব্যবহার করে, কোথাও দালাল নেতৃত্ব ব্যবহার করে শ্রমিকদের সংগঠিত হওয়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা, দমন করার অপকৌশলের ব্যবহার এখনো অব্যাহত।
আরও পড়ুন
তারা বলেন, সিপিডির গবেষণায় শ্রমিকদের দীর্ঘ দিনের দাবি সত্য প্রতিফলিত হয়েছে যে, দেশের ৮৫ শতাংশ শ্রমিক শ্রম আইনের সুরক্ষা থেকে বঞ্চিত। রাষ্ট্রীয় কলকারখানা বন্ধ করে দিয়ে শ্রমের বাজার কে প্রতিদ্বন্দ্বিতাহীন করে মজুরির অধিকার কে দয়ায় পরিণত করা হয়েছে। এই সব অব্যবস্থাপনা দূর করতে হবে। শ্রমিকদের জন্য খাদ্য, আবাসন, চিকিৎসা, বার্ধক্যে নিরাপত্তা, মানবিক মর্যাদা নিশ্চিত করা ছাড়া বৈষম্যবিরোধের কথা অপলাপ মাত্র। শ্রমিকদের দরকষাকষির ক্ষমতা বাড়াতে পরিবর্তিত প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়ানো এবং কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি, ট্রেড ইউনিয়ন অধিকারের চর্চাকে বাধামুক্ত করা এবং বেকার ভাতা চালু করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন— সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার আলী, কোষাধ্যক্ষ আবু নাঈম খান বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক সেলিম মাহমুদ, আইন সম্পাদক বিমল চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক সৌমিত্র কুমার দাস, নির্বাহী সদস্য এস এম কাদির, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আউট সোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের রফিকুল ইসলাম প্রমুখ।
ওএফএ/এআইএস