চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

চট্টগ্রামের বায়েজিদ থানার মোহাম্মদনগর এলাকায় ট্রাকের ধাক্কায় মো. হোসাইন নামে সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার ( ২৫ মে) বিকেলে মোহাম্মদ নগর প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া। নিহত হোসাইন মোহাম্মদনগর এলাকার ইয়াসিনের ছেলে।
তিনি বলেন, বিকেলে হোসাইন মোহাম্মদ নগর প্রাইমারি স্কুলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় অপর দিক থেকে আসা একটি ট্রাক শিশুটিকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পায়। তাকে উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেএম/এসকেডি