কিশোর গ্যাং আরো বেপরোয়া

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাব
প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন সুপারিশ দিয়েছে। ক্ষমতার ভারসাম্য আনার প্রশ্নে বিএনপিসহ সক্রিয় রাজনৈতিক দলগুলো এবং অংশীজনদের কোনো দ্বিমত নেই। তবে কীভাবে সেই ক্ষমতার ভারসাম্য আনা যাবে, সে ব্যাপারে এখনো আলোচনা শুরু হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ করতে চাইছে, সেখানে আলোচনা করে উপায় বের করার চেষ্টা থাকবে।
বিএনপি যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, তাতে ক্ষমতার ভারসাম্য আনার কথা বলা হয়েছে। কিন্তু কীভাবে সেই ভারসাম্য আনা যাবে, সে ব্যাপারে বিএনপি ও অন্য দলগুলো এখনো বিস্তারিত কিছু বলেনি। অবশ্য সংবিধান সংস্কার কমিশন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর ব্যাপারে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে।
সমকাল
তরল স্বর্ণের বিশ্বজয়, রপ্তানি দ্বিগুণ
বেশির ভাগ বাড়ির উঠান, ঘরের বারান্দা ও এর আশপাশজুড়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। দা, কুড়াল আর ছোট্ট বাটালির খটখট শব্দে যেন মুখরিত পুরো বাড়ি। উঠানের এক পাশে কেউ ফালি ফালি করে আগর গাছ কাটছেন। আরেক পাশে কেউ ফালি করা গাছ থেকে বের করছেন লোহার তারকাঁটা বা পেরেক। ঘরের বারান্দায় সারিবদ্ধভাবে বসে নারীরা ব্যস্ত রয়েছেন ফালি কেটে ছোট ছোট টুকরো করার কাজে।
এরপর টুকরোগুলো থেকে কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন করা হচ্ছে মূল্যবান রপ্তানিপণ্য আগর ও আতর। কর্মময় এ দৃশ্যটি মৌলভীবাজারের বড়লেখার সুজানগর ইউনিয়নের বক্স বাড়ির। শুধু এই বাড়ি নয়, সম্প্রতি সরেজমিনে ওই ইউনিয়ন ঘুরে দেখা গেছে, কর্মব্যস্ততার এমন চিত্র রয়েছে প্রায় প্রতিটি বাড়িতে।
কালের কণ্ঠ
আসন্ন জেলা প্রশাসক সম্মেলনে তিন শতাধিক প্রস্তাব বাস্তবায়নের সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকদের পক্ষ থেকে এই প্রস্তাব ও সুপারিশ পাঠানো হয় বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এসব প্রস্তাবের মধ্যে নিজেদের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় রয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের ডিসি সম্মেলন শুরু হবে।
যুগান্তর
তিন ইস্যুতে সন্দেহ বাড়ছে বিএনপিতে
‘অপ্রয়োজনীয়’ সংস্কার প্রস্তাব, গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র ও নতুন দল গঠন-এই তিন ইস্যুতে সন্দেহ বাড়ছে বিএনপিতে। সম্প্রতি সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এবং সরকারের এক উপদেষ্টার পালটা বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। বিএনপির মহাসচিবের বক্তব্যের পেছনেও তিনটি ইস্যুর প্রভাব রয়েছে বলে মনে করছেন নেতারা। দলটির ভাষ্য, যে কোনো নতুন দল এলে নেতারা স্বাগত জানাবেন। কিন্তু সরকারের ‘আনুকূল্যে’ কোনো দল গঠন হলে তাতে আপত্তি থাকবে। এসবের পেছনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার যোগসূত্রও থাকতে পারে বলে তারা ভাবছেন। এ ছাড়া ইস্যুগুলো যারা সামনে আনার চেষ্টা করছেন বিএনপির সন্দেহ মূলত তাদের ঘিরে। এ পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ এবং নতুন দল গঠনের বিষয়ে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে ব্যাখ্যা চাইবে বিএনপি। পাশাপাশি সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সংলাপের ওপরও জোর দিচ্ছেন দলের নেতারা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
আরও পড়ুন
বণিক বার্তা
মানব পাচার সিন্ডিকেট সব সরকারের আমলেই রেহাই পেয়ে যায়
বৈশ্বিক অভিবাসীর উৎস তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। কর্মসংস্থানের জন্য প্রতি বছর বিদেশ পাড়ি দিচ্ছেন গড়ে অন্তত ১০ লাখ মানুষ। উন্নততর কর্মসংস্থান ও জীবিকার খোঁজে বিদেশ পাড়ি দিতে আগ্রহীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ সুযোগের ফায়দা নিতে গড়ে উঠেছে সক্রিয় সিন্ডিকেট। দালাল চক্রকে কাজে লাগিয়ে সংঘটিত হচ্ছে অবৈধ পথে কর্মী পাঠানো, মানব পাচারের মতো অপরাধ। অনেক ক্ষেত্রে এসব অপরাধ ঘটছে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। পাচার হওয়া কর্মীরা বিদেশে গিয়ে শ্রমশোষণ, নির্যাতন এমনকি অপহরণ ও হত্যারও শিকার হচ্ছেন। এতে বিপত্তিতে পড়ছে বাংলাদেশের শ্রমশক্তি রফতানি খাত।
দেশ রূপান্তর
কক্সবাজার-টেকনাফের তালিকাভুক্ত ইয়াবা কারবারি সৈয়দ হোসেন। চোরাকারবারিদের গডফাদারখ্যাত আবদুর রহমান বদির সেকেন্ড ইন কমান্ড হিসেবে তিনি এলাকায় পরিচিত। ইয়াবা কারবার চালিয়ে শতকোটি টাকার মালিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত হওয়ায় বছর-পাঁচেক আগে টেকনাফে তার বসতভিটা গুঁড়িয়ে দেয় প্রশাসন। পালিয়ে যান এলাকা ছেড়ে। একপর্যায়ে আত্মসমর্পণ করেন পুলিশের কাছে। সম্প্রতি তিনি এলাকায় ফিরে এসে গুঁড়িয়ে দেওয়ায় ওই বসতভিটা মেরামত করে গেড়েছেন আস্তানা।
সমকাল
দাগি অপরাধীরা প্রকাশ্যে এসেই খুনোখুনিতে
রাজধানীর পল্লবীর টেকেরবাড়িতে গেল সোমবার দিনদুপুরে ১০-১২ দুর্বৃত্ত মঞ্জুরুল ইসলাম বাবু নামে এক যুবককে চাপাতি ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। বাবুর স্বজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, এই হত্যায় কলকাঠি নাড়েন দাগি সন্ত্রাসী মুসা শিকদার ওরফে সুমন শিকদার। এ ঘটনায় মুসাকে প্রধান আসামি করে পল্লবী থানায় মামলাও করেন বাবুর স্ত্রী। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ ১১টি মামলা রয়েছে।
২০২২ সালে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে মুসাকে দেশে ফিরিয়ে আনা হয়। দীর্ঘদিন কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে বেরিয়ে আসেন মুসা। এর পর সাঙ্গোপাঙ্গ নিয়ে ফের দাপিয়ে বেড়াচ্ছেন অপরাধ জগৎ।
আজকের পত্রিকা
বিনা মূল্যের পাঠ্যবই নিয়ে সংকট বাড়াচ্ছে অসাধু চক্র
শিক্ষাবর্ষ শুরু হয়েছে ১ জানুয়ারি। অথচ এখনো সব বই হাতে পায়নি শিক্ষার্থীরা। প্রাথমিক স্তরের বেশির ভাগ শিক্ষার্থী পাঠ্যবই হাতে পেলেও মাধ্যমিকের অবস্থা নাজুক। মাধ্যমিক স্তরের প্রতিটি শ্রেণির শিক্ষার্থীরা দু-তিনটি করে পাঠ্যবই হাতে পেয়েছে, বাকিগুলো আসেনি। এমন সংকটের মধ্যেও বই চলে যাচ্ছে কালো বাজারে।
গত বৃহস্পতিবার রাজধানীর নীলক্ষেতের বই বাজারে গিয়ে মিলেছে পাঠ্যবই। এ বই অবশ্য দুই ধরনের। একটি পিডিএফ থেকে প্রিন্ট করা পাঠ্যবই, অন্যটি ছাপানো পাঠ্যবই।
পরিচয় গোপন করে এক সেট পাঠ্যবই চাইলে এক দোকানদার আগে দাম নির্ধারণের কথা বলেন। বই দেখতে চাইলে বলেন, আগে দাম ঠিক করুন, পরে ‘ভেতর’ থেকে এনে দেব। দাম কেমন এমন– প্রশ্নে তিনি বলেন, পিডিএফ সেট ২ হাজার ৫০০ আর ছাপানো বই ৪ হাজার টাকা।
কালের কণ্ঠ
রাজধানীর আদাবর থানাধীন মেহেদীবাগ এলাকায় এক তরুণীকে উত্ত্যক্ত করে আসছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। এক পর্যায়ে মেয়েটিকে প্রকাশ্যে মারধর করে তারা। এমনকি তরুণীর অভিভাবককে হত্যার হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। পরিবারের আতঙ্কিত সদস্যরা কিছুদিন এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়।
প্রথম আলো
পাঠ্যবইয়ে পরিবর্তনের সঙ্গে আছে অসংগতি
এবারের সপ্তম শ্রেণির নতুন একটি বইয়ে ‘লাখো শহিদের রক্তের বিনিময়ে’ বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে বলে উল্লেখ করা হয়েছে। যদিও একই শ্রেণির একই বিষয়ের পুরোনো বইয়ে ৩০ লাখ শহীদের কথা বলা হয়েছিল। আবার তৃতীয় ও চতুর্থ শ্রেণির নতুন পাঠ্যবইয়ে ৩০ লাখ শহীদের তথ্য উল্লেখ করা হয়েছে।
সপ্তম শ্রেণির আরেকটি বই থেকে ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সাবেক তারকা ফুটবলার কাজী সালাহউদ্দিন ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের ছবি বাদ দেওয়া হয়েছে।
বণিক বার্তা
পুলিশের বড় ইউনিটগুলোর অর্ধেকই গঠিত হয় আওয়ামী লীগ আমলে
জেলা, মেট্রোপলিটন, প্রশিক্ষণ ও রিজার্ভ বাদে পুলিশের মূল ইউনিট ১৩টি। এর মধ্যে প্রায় অর্ধেকই গঠিত হয় আওয়ামী লীগের বিগত আমলে। পুলিশের এসব ইউনিট অপরাধ দমনে এখনো তেমন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। কেবল কারেন্ট জাল ও মাদক উদ্ধারের মধ্যে সীমাবদ্ধ তাদের কার্যক্রম। রাজনৈতিক নেতাদের অর্থ তৈরির ক্ষেত্র হিসেবে পুলিশের অতিরিক্ত এসব ইউনিট গঠন করা হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পুরো বাহিনীর সংস্কারের সঙ্গে নতুন করে পুলিশের ইউনিটগুলোর মূল্যায়নের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
কালবেলা
বায়ুদূষণে বছরে মৃত্যু লাখের বেশি
প্রতি বছরের মতো এবারও শুষ্ক মৌসুমে দেশের বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণহীন পর্যায়ে পৌঁছেছে। ঢাকার বায়ু বৃহস্পতিবার ‘ঝুঁকিপূর্ণ’ দূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠেছে। রিয়াল টাইম এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্যে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার বাতাসের বায়ুমান ছিল ২৪৪, অর্থাৎ খুবই অস্বাস্থ্যকর। দূষণের এই মাত্রা ইস্কেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং ফুসফুসের ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত। দূষিত বাতাসের কারণে প্রতি বছর কয়েক লাখ মানুষ নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন; জন্ম নিচ্ছে অপরিণত শিশু; হাসপাতাল শয্যায় মৃত্যুর প্রহর গুনছে অগণিত মানুষ। এমন পরিস্থিতিতে পরিবেশ অধিদপ্তর বলছে, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় প্রতিনিয়ত বাড়ছে বিষাক্ত বাতাস। এ অবস্থায় জনসাধারণকে মাস্ক পরাসহ বাইরে না যাওয়ার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
এছাড়া সূচকগুলো উদ্বেগজনক; মুজিবের নাকি হাসিনার অঘোষিত বাকশাল বেশি ভয়ঙ্কর?—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
