দাবি দাওয়া নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইবতেদায়ি শিক্ষকরা

জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন। ১৬ সদস্যের প্রতিনিধি দলটি বিকেল ৪টার পর সেখানে যান বলে জানিয়েছেন শিক্ষকরা। পুলিশের ভ্যানে করে তাদের নিয়ে যাওয়া হয়।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে শিক্ষকদের ডাকা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান।
এদিন সকালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা। অবস্থান কর্মসূচি থেকে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন। এরপর প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান ও পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় তাদের লাঠিপেটা করে পুলিশ। পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে কয়েকজন শিক্ষক আহত হন।
আরও পড়ুন
আহতদের মধ্যে কয়েকজনকে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা হলেন– মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেন (৩৫), ফরিদুল ইসলাম (৩০), আমিনুল (৩৫), মিজানুর রহমান (৩৫) ও মারুফা আক্তার (২৫)।
আন্দোলনকারীদের দাবিগুলো হলো—
১। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা।
২। রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদরাসাগুলো মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ।
৩। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার আলাদা নীতিমালা।
৪। পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন।
৫। প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া।
৬। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলার অনুমোদনের ব্যবস্থা নেওয়া।
এনএম/জেডএস