রেলওয়ে সুপার মার্কেটে হামলার চেষ্টা, থানায় জিডি

চট্টগ্রামের শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটে মিছিল নিয়ে হামলা ও মার্কেট দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শনিবার (১ ফেব্রুয়ারি) মার্কেটের ব্যবসা সমিতির উদ্যোগে থানায় জিডি করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ রেলওয়ে থেকে ২০১৮ সালে জুলাইয়ে যথাযথ নিয়ম মেনে উল্লিখিত খালি রেল ভূমি বরাদ্দ নেয় আইস ফ্যাক্টরি রোড ব্যবসায়ী সমবায় সমিতি লি. ও চুনার গুদাম ট্রাক মালিক ব্যবসায় সমবায় সমিতি লি.। যা পরে দুটি সমিতি নিজেদের উদ্যোগে টিনশেড সেমিপাকা দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল চারটায় ৪০-৫০ জন নারী-পুরুষ শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের ভেতরে ঢুকে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখায়। ব্যবসায় সমিতির সভাপতি-সেক্রেটারি ও বিভিন্ন সদস্যদের মার্কেট ভেঙে দেবে বলে হুমকি দিয়ে আসে। মার্কেট দখলের চেষ্টা চালায় তারা।
আরও পড়ুন
শাহ আমানত মার্কেটের ব্যবসায়ী মো. সাজ্জাদ হোসেন বলেন, মার্কেটের স্থানটি একসময় চট্টগ্রামের সর্ববৃহৎ মাদকের হাট হিসেবে পরিচিত ছিল। বাস্তহারা কলোনি নামে পরিচিত ছিল। রেল এখান থেকে কোনো রাজস্ব পেত না। আমরা বরাদ্দ পাওয়ার পর ২০১৮ সাল থেকে নিয়মিত রাজস্ব পরিশোধ করে ব্যবসা করে আসছি। আগের মাদক কারবারিরা এখন আবার এ এলাকায় মাদক কারবারসহ সন্ত্রাসী করার চেষ্টা করছে।
তিনি বলেন, শুক্রবার মার্কেট বন্ধ থাকা অবস্থায় তারা মার্কেটের ভেতর জমায়েত হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। আমরা থানায় সাধারণ ডায়েরি করেছি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, জিডির বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরএমএন/এসএসএইচ