আশু করণীয় ৫০ শতাংশ একমাসে বাস্তবায়ন সম্ভব : আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সংস্কার কমিশনগুলো আশু করণীয় নিয়ে যেসব সুপারিশ করেছে তার ৫০ শতাংশ একমাসে বাস্তবায়ন সম্ভব।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেছেন, সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়ে গেছে। কিছু কিছু সংস্কার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে করা হবে। ছয় সংস্কার কমিটি ২ হাজার সুপারিশ করেছে। অযথা কালক্ষেপণ করে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই।
আরও পড়ুন
আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার নিশ্চিত করতে বলা হয়েছে সুপারিশে। আপনারা জানেন, আমাদের রাজনৈতিক অর্থায়ন সম্পূর্ণ অস্বচ্ছ প্রক্রিয়ায় হয়। সেটাকে স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনি এবং প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে সুপারিশে। এছাড়া বেসরকারি খাতে ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে।’
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
এমএসআই/এসএম