উন্নয়ন বাজেটে রেকর্ড কাটছাঁট

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
অন্তর্বর্তী সরকারের ৬ মাস: শেখ হাসিনাসহ ১২৯ প্রভাবশালীর বিরুদ্ধে দুদকের মামলা
আওয়ামী লীগ সরকার পতনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যসহ ১২৯ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ছয় মাসে এসব মামলা করা হয়। দুদকের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রকল্পের টাকা আত্মসাৎ ও প্লট জালিয়াতির ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও তাঁদের পরিবারের সদস্যের বিরুদ্ধে জানুয়ারি মাসে নয়টি মামলা করেছে দুদক। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, বিদেশে টাকা পাচার, টাকা আত্মসাৎ ও জালজালিয়াতির ঘটনায় শেখ হাসিনার উপদেষ্টা, সংসদ সদস্য, আমলা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ১২০টি মামলা করা হয়।
দেশ রূপান্তর
প্রয়োজনের মাত্র ৭% বায়োকেমিস্ট
দেশের জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে কোনো বায়োকেমিস্ট নেই। ফলে এসব প্রতিষ্ঠানে রোগনির্ণয়ের কাজ করছেন টেকনিশিয়ানরা।
এমনকি যেখানে স্বাস্থ্য খাতে প্রায় ২০ হাজার বায়োকেমিস্ট দরকার, সেখানে সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকগুলোয় রোগনির্ণয়ে কাজ করেন মাত্র ১ হাজার ৪০০ জন। অর্থাৎ ৯৩ শতাংশ বায়োকেমিস্ট ঘাটতি নিয়েই চলছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো।
কালের কণ্ঠ
ডায়ালিসিসে মাসে গড়ে খরচ ৪৬ হাজার টাকা
ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা আকলিমা। প্রতি সপ্তাহে অন্তত দুইবার ডায়ালিসিস দরকার হয়। টাকার অভাবে একটির বেশি তিনি করাতে পারেন না। শরীরের পরিস্থিতি যখন বেগতিক হয়ে পড়ে তখন আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার করে ডায়ালিসিস করাতে হয়।
গতকাল শনিবার আকলিমার সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, বর্তমানে তিনি রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে শুধু তাঁর দুটি কিডনিই নষ্ট হয়নি, হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে পচনও ধরেছে।
সমকাল
মন্ত্রিসভার আকার বেঁধে দিল জনপ্রশাসন সংস্কার কমিশন
নির্বাচিত সরকারের মন্ত্রিসভার আকার বেঁধে দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এতে সর্বোচ্চ ২৩ মন্ত্রী এবং ১২ প্রতিমন্ত্রী দিয়ে মন্ত্রিসভা গঠন করতে বলা হয়েছে। পাশাপাশি বিদ্যমান ৪৩ মন্ত্রণালয় ও ৬১ বিভাগকে ২৫ মন্ত্রণালয় ও ৪০ বিভাগে নামিয়ে আনার সুপারিশ করেছে এই কমিশন। এমনকি প্রধানমন্ত্রীর হাতে কোন কোন মন্ত্রণালয় থাকবে, তাও নির্দিষ্ট করা হয়েছে প্রস্তাবে।
রাষ্ট্র সংস্কারে গঠিত প্রথম ধাপের ছয় কমিশনের প্রতিবেদনের সারসংক্ষেপ এর আগে প্রকাশ করা হলেও গতকাল শনিবার প্রধান উপদেষ্টার হাতে পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে দেওয়া হয়। পরে তা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন
প্রথম আলো
বিচার বিভাগ সংস্কার কমিশন: ঘোষণার ৫ থেকে ১০ দিনে আদেশ প্রকাশ করতে হবে
হাইকোর্ট বিভাগের কোনো মামলায় প্রাথমিক আদেশ (রুল) ঘোষণার সর্বোচ্চ পাঁচ কার্যদিবসের মধ্যে তা প্রকাশ করতে হবে। আদেশ ঘোষণার ক্রম অনুসারে তা প্রকাশ করতে হবে সংশ্লিষ্ট বিচারকের সইসহ। আর অন্তর্বর্তীকালীন আদেশ ঘোষণার পর তা প্রকাশ করতে হবে সর্বোচ্চ ১০ কার্যদিবসের মধ্যে। বিচার বিভাগ সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে এমন প্রস্তাব রয়েছে।
একইভাবে সুপ্রিম কোর্টের কোনো রায় ঘোষণার পর সর্বোচ্চ ছয় মাসের মধ্যে তা প্রকাশ করতে হবে। কোনো বিচারক অবসরে যাওয়ার আগে তাঁর দেওয়া সব আদেশ ও রায় চূড়ান্ত করবেন এবং তাতে সই করবেন। উল্লেখিত সময়সীমা অনুসরণ না করা হলে সংশ্লিষ্ট বিচারককে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে জবাবদিহির আওতায় আনতে হবে।
বণিক বার্তা
নতুন বিনিয়োগের চিন্তা করছেন না উদ্যোক্তারা
আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে স্বস্তি নেই। এর মধ্যেই বাড়ছে ব্যবসা পরিচালনার ব্যয়। মূল্যস্ফীতির চাপে ক্রয়ক্ষমতা কমছে সাধারণ মানুষের। এর প্রভাবে চাহিদা কমে সংকুচিত হয়ে আসছে জনসাধারণের ভোগ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গ্রহণ করা হয়েছে কঠোর মুদ্রানীতি।
তবে তাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না এলেও মূলধনপ্রবাহ কমে শ্লথ হয়ে পড়েছে বেসরকারি খাতের সম্প্রসারণ। দেশের বৃহৎ শিল্পোদ্যোক্তারা বলছেন, গত ছয় মাসে দেশের অর্থনীতি ও বিনিয়োগ পরিবেশে খুব একটা স্বস্তির জায়গা তৈরি হয়নি। এমন পরিস্থিতিতে নতুন বিনিয়োগ থেকে নিজেদের বিরত রাখছেন উদ্যোক্তারা।
আজকের পত্রিকা
১২ কিলোমিটার পাইপের জন্য ৬৪ কোটি টাকা ঘুষ
রাজধানীবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ‘পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা’ নামে ঢাকা ওয়াসার একটি প্রকল্পকে তিনটি প্যাকেজে ভাগ করা হয়েছিল। এর মধ্যে পানি সরবরাহের জন্য পাইপ কেনাকাটার প্যাকেজটির দরপত্রের মূল্য ৩ হাজার ৯৪ কোটি টাকা। প্রকল্পটির এই প্যাকেজেই ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, চুক্তি করা প্রতিষ্ঠান থেকে পানির পাইপ না কিনে অনভিজ্ঞ প্রতিষ্ঠান থেকে নিম্নমানের পাইপ কেনা হয়েছে। এ নিয়ে সংক্ষুব্ধ চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান আদালতে গেলে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। চীনের আদালতে লিখিত জবাবে পাইপ সরবরাহ করা একটি প্রতিষ্ঠান বলেছে, তারা এ কাজের জন্য সংশ্লিষ্টদের প্রায় ৬৫ কোটি টাকা ‘সার্ভিস চার্জ’ দিয়েছে। তবে এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি ঢাকা ওয়াসার দায়িত্বশীল কর্মকর্তারা।
প্রথম আলো
মন্ত্রী-প্রতিমন্ত্রী ৩৫, সচিবের সংখ্যা ৬০ করার সুপারিশ
সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সংখ্যা কমিয়ে ৩৫ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এর পাশাপাশি সচিবের সংখ্যাও কমাতে বলেছে কমিশন। মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও সচিবের সংখ্যা ৬০ করতে বলা হয়েছে। এর মধ্যে ১৭ জন হবেন মুখ্য সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারি।
জনপ্রশাসন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে এমন সুপারিশ করা হয়েছে। গতকাল শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে জনপ্রশাসন সংস্কারসহ ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর আগে গত বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী।
যুগান্তর
রেকর্ড পরিমাণ কাটছাঁট হচ্ছে উন্নয়ন বাজেটে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে বাদ যাচ্ছে ৪৯ হাজার কোটি টাকার বরাদ্দ। ৫০ বছরের মধ্যে এত বরাদ্দ কমাতে হয়নি কখনো। এমনকি করোনা মহামারির সময়েও কমাতে হয়েছে এর চেয়ে অনেক কম। এ অবস্থার নেপথ্যে রয়েছে প্রধানত ৫টি কারণ। এগুলো হলো-আওয়ামী লীগ সরকারের পতন, উন্নয়ন সহযোগীদের অর্থছাড় না করা, অন্তর্বর্তী সরকারের কড়াকড়ি, অদক্ষতায় সময়মতো কাজ করতে না পারা এবং পুরোনো সমস্যার আবর্তে ঘুরপাক। অর্থ মন্ত্রণালয় থেকে এ বিপুল পরিমাণ অর্থ বাদ দিয়ে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এখন সেক্টর, মন্ত্রণালয় এবং প্রকল্পভিত্তিক বরাদ্দ ভাগবাঁটোয়ারার কাজ করছে পরিকল্পনা কমিশন। খবর সংশ্লিষ্ট সূত্রের।
কালের কণ্ঠ
মাদক ব্যবসার নিয়ন্ত্রণে ৮৩ ‘গডফাদার’
দেশে বর্তমানে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে ৮৩ জন ‘গডফাদার’। তাদের শীর্ষ পর্যায়ের সহযোগী রয়েছে এক হাজার ১৮৫ জন। তালিকাভুক্ত এসব শীর্ষ ব্যবসায়ী মূলত সীমান্ত ও আকাশপথে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য দেশে আনছেন। গতকাল শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে এসব তথ্য জানা যায়।
ডিএনসি সূত্র বলছে, তালিকাভুক্ত মাদকের গডফাদাররা পর্দার আড়ালে থেকে সব সময় এই ব্যবসা নিয়ন্ত্রণ করছে। সহযোগীদের দিয়ে রাজধানীসহ সারা দেশে সেই মাদক ছড়িয়ে দিচ্ছে তারা। এতে আসক্ত হয়ে সবচেয়ে বেশি ধ্বংস হচ্ছে তরুণসমাজ। এর বাইরে শিশুসহ অনেক পেশাজীবীও এখন মাদকে আসক্ত।
বণিক বার্তা
আন্তর্জাতিক বাজারে নিম্নমুখিতায় ফিরেছে ভোজ্যতেলের দর
টানা দুই মাস বাড়ার পর গত নভেম্বরের পর নিম্নমুখী হয়ে ওঠে সয়াবিন তেলের আন্তর্জাতিক বাজার। বিশ্বব্যাংকের হিসাবে, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দুই মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমেছে টনে ৮৪ ডলার। আর পাম অয়েলের বাজারে মূল্যপতন শুরু হয় ডিসেম্বরে। জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে পণ্যটির গড় মূল্য নেমে আসে নভেম্বরের তুলনায় ৯৯ ডলার কমে। চলতি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও এ নিম্নমুখী প্রবণতা বজায় রেখেছে ভোজ্যতেলের আন্তর্জাতিক বাজার।
এছাড়া ৩২ নম্বরের নিচে আরও তিন তলা; অপারেশন ডেভিল হান্ট শুরু; প্রতিবাদে উত্তাল গাজীপুর; কথায় কথায় গুলি; ভারতীয় গণমাধ্যমে নাহিদ ইসলাম / একাত্তর আঁকড়েই চব্বিশ এগোবে; রাজনীতি / জায়মা রহমানকে নিয়ে কৌতূহল বাড়ছে—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।