ভাটারায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর ভাটারায় স্বামীর সঙ্গে কলহের জেরে খাদিজা (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) রিফাত আল আফসানী জানান, আমরা খবর পেয়ে ভাটারার মনির মার্কেট এলাকার খন্দকার বাড়ি থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠাই।
তিনি আরও জানান, পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্বামীর সঙ্গে অভিমান করে ওই গৃহবধূর গলায় ফাঁস দিয়েছেন। তার বাড়ি নেত্রকোনা জেলার সদর থানার হরিদাসপুর গ্রামে। সে ওই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।
এসএএ/এমএ