যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক রোডের একটি বাসায় সুইস লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন (২৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শহীদ বলেন, যাত্রাবাড়ীর ফারুক রোডে একটি বাসায় সুইচ লাগানোর পর সেই সুইচে চাপ দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে ইয়াসিন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে এখানে নিয়ে এলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/জেডএস