বদলির সুপারিশ করলে বাতিল আবেদন, নথিতে উল্লেখ হবে ‘নেতিবাচক’

বিশিষ্ট ব্যক্তিবর্গের সুপারিশ নিয়ে বদলির আবেদনপত্রসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করা আবেদনপত্র বিবেচনার অযোগ্য বলে গণ্য করা হবে বলে অফিস আদেশ জারি করেছে কারা অধিদপ্তর।
শুধু তাই নয়, ভবিষ্যতে রেফারেন্সের জন্য তদবিরকারীর নাম আবেদনকারী চাকরি বহিতে নেতিবাচক হিসেবে উল্লেখ থাকবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশের এই কপি পত্র আকারে প্রত্যেকটি কারাগার ও ট্রেনিং সেন্টারসহ কারা অধিদপ্তরের সকল দপ্তরে পাঠানো হয়েছে। পত্রের বিষয়বস্তু এবং সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ এর বিধি-২০ পরপর তিন দিন রোলকলে পড়ে শোনানোর জন্য অনুরোধ করা হয়েছে।
কারা অধিদপ্তরের ওই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, কারা বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সুপারিশ নিয়ে বদলির আবেদনপত্রসহ বিভিন্ন বিষয়ে সুপারিশপত্র কারা অধিদপ্তরে প্রেরণ করে থাকেন, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ অনুযায়ী বিধি ২০-এর পরিপন্থি।
এতে সরকারি নীতিমালা অনুযায়ী প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয় এবং কোনো কর্মকর্তা/কর্মচারীকে বদলিসহ অন্যান্য বিষয়ে যথাযথভাবে মূল্যায়ন করা সম্ভব হয় না। ফলে তদবির/সুপারিশের কারণে কেউ অধিক সুবিধা পায় আবার কেউ বঞ্চিত হয়। এতে প্রশাসনিক ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা দারুণভাবে ক্ষুন্ন হয়; যা কোনোক্রমেই কাম্য কিংবা বাঞ্ছনীয় নয়। সুষ্ঠু প্রশাসন পরিচালনা ও ন্যায় বিচারের স্বার্থে এ ধরনের সুপারিশ/তদবির প্রবণতা পরিহার করতে হবে।
আরও পড়ুন
কোনো কর্মকর্তা/কর্মচারীর কোনো সুবিধা/অসুবিধা থাকলে আবেদনপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কারা অধিদপ্তরে প্রেরণ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে স্থানীয় কারা কর্তৃপক্ষ তার আবেদনপত্র যাচাই-বাছাই করে সত্যতা সম্পর্কে মতামতসহ কারা অধিদপ্তরে প্রেরণ করবেন। কারা অধিদপ্তর মানবিক বিষয়সমূহ গুরুত্ব সহকারে সমাধানযোগ্য আবেদন দ্রুত সময়ে নিষ্পত্তির বিষয়ে বদ্ধপরিকর।
কোনো ব্যক্তিবর্গের সুপারিশ/তদবির নিয়ে আবেদনপত্র প্রেরণ করা হলে উক্ত আবেদনপত্র বিবেচনার অযোগ্য বলে গণ্য করা হবে এবং ভবিষ্যতে রেফারেন্সের জন্য তদবিরকারীর নাম আবেদনকারী চাকরি বইয়ে নেতিবাচক হিসেবে উল্লেখ থাকবে।
জেইউ/এনএফ