বারিধারায় গাড়ির শো-রুমে ঢুকে গেল তেলের লরি

রাজধানীর ভাটারা থানার বারিধারা জে-ব্লকে ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির শো-রুমে ঢুকে গেছে একটি তেলের লরি। এ ঘটনায় নিহত হয়েছেন ২৫ বছরের অজ্ঞাত এক যুবক। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়িও।
মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ লরি ও ঘাতক চালক ইব্রাহিমকে (৪৫) আটক করেছে।
অজ্ঞাত ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী রাজু আহমেদ জানান, বারিধারা জে-ব্লকে পদ্মা অয়েল কোম্পানির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে এ-ওয়ান গাড়ির শো-রুমের ভেতরে ঢুকে যায়। এ সময় একজন পথচারী গুরুতর আহত হন। পরে আমরা ওই যুবককে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল জানান, প্রাথমিকভাবে নিহত যুবকের নামপরিচয় জানা যায়নি। আমরা ঘাতক চালক ইব্রাহিম ও গাড়িটিকে জব্দ করেছি।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই যুবকের নামপরিচয় জানার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থাও চলমান রয়েছে।
এসএএ/এমজে