গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা, চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত কাসেম খান (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আই সি ইউ) ১৬ নম্বর বেডে মারা যান তিনি।
তাকে হাসপাতালে নিয়ে আসা রাসেল জানান, আমার এলাকার ছোট ভাই কাসেম। গত ৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আজ বেলা ৩টায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান তিনি।
তিনি আরও জানান, কাসেমের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজার দক্ষিণ কলমেশ্বর এলাকায়। তিনি ওই এলাকার মৃত হাজী জামালের ছেলে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা ঢাকা মেডিকেলে আসতেছেন।
আরও পড়ুন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আহত অবস্থায় কাসেম নামে এক যুবককে গাজীপুর থেকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। আজ বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
এসএএ/এমএন