‘আয়নাঘর’ পরিদর্শনের সময় আন্তর্জাতিক দুই মিডিয়া ছিল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকার তিনটি স্থানে ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন। এসময় তার সঙ্গে আন্তর্জাতিক দুটি মিডিয়া উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে গুম কমিশনের চেয়ারম্যান, সদস্য, ৬ উপদেষ্টা এবং ৮ ভিকটিম পরিদর্শন করেন।
আয়নাঘর পরিদর্শনে কোন কোন মিডিয়া সঙ্গে নেওয়া হয়েছিল এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমরা যে জায়গাগুলো গেলাম সেই জায়গাগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র রুম। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ইট ভেঙে রাস্তা তৈরি করা হয়েছে। পুরো বিষয়টা আসলে লজিস্টিক্যাল সাপোর্ট।
আরও পড়ুন
তিনি বলেন, আমরা বিটিভি থেকে দু’জন ক্যামেরাম্যান, পিআইডি থেকে একজন ফটোগ্রাফার নিয়েছি। আমাদের নিজস্ব প্রেস উইংয়ের একজন ফটোগ্রাফার ছিলেন। এছাড়া আমরা আন্তর্জাতিক থেকে নিয়েছি আলজাজিরা ও নেত্র নিউজকে। আয়নাঘরের বিষয়ে নেত্র নিউজের যথেষ্ট অবদান আছে। তারা এটা নিয়ে প্রতিবেদন করেছিল, তাই তাদের নিয়েছি। একজন সাংবাদিকও ছিলেন। এর বাইরে আমরা নিতে পারি নাই। আসলে লজিস্ট্রিক্যালি খুব চ্যালেঞ্জিং ছিল।
এমএসআই/এসএম