ফ্লোর ভাড়া নিয়ে কাপল ড্যান্স, চট্টগ্রামে ২৫ নারী-পুরুষ আটক

চট্টগ্রাম নগরের পাঁচলাইশের দুই নম্বর গেট এলাকায় কাপল ড্যান্স পার্টিতে অভিযান পরিচালনা করে ২৫ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ইয়াকুব ট্রেড সেন্টারের ৭ম তলা থেকে তাদের আটক করা হয়।
এ সময় একজনের কাছ থেকে ৭০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে।
আরও পড়ুন
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযুক্তরা ইয়াকুব ট্রেড সেন্টারে একটি ফ্লোর ভাড়া নিয়ে এ পার্টির আয়োজন করে বলে জানা গেছে।
এমআর/এমজে