আ.লীগের হরতাল নিয়ে আতঙ্কিত হবেন না : ডিএমপি কমিশনার

ফেসবুকে আওয়ামী লীগের হরতাল ঘোষণা নিয়ে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, অতীতেও তারা এভাবে প্রোগ্রাম দিয়েছে। পুরো শহরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আপনারা আতঙ্কিত হবেন না, এমন কিছু ঘটবে না।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনারের তেজগাঁও বিভাগের সংস্কারকৃত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, আগে ডেপুটি পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) হিসেবে দুই বছর এখানে কাজ করেছি। সেই স্মৃতিচারণ করার জন্য এখানে এসেছি। তখন বিশাল এলাকা ছিল। এই অঞ্চলটা অত্যন্ত অপরাধপ্রবণ ছিল। কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর বিচরণ ছিল এই এলাকাতে। মাসখানেক আগেও মোহাম্মদপুর, আদাবর এলাকায় ছিনতাই বৃদ্ধি পেয়েছিল। এখানে প্রয়োজনের অধিক অফিসার-ফোর্স মোতায়েন করে প্রতিদিন ব্লক রেইড দেওয়া হচ্ছে, পেট্রোলিং বৃদ্ধি করা হয়েছে, ইদানীং ছিনতাই অনেক কমে গিয়েছে। অপরাধ বিভাগের পাশাপাশি সিটিটিসি, ডিবির টহলও জোরদার করা হয়েছে। আশা করছি ছিনতাই অচিরেই বন্ধ হবে। আমরা সবাই মিলে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
আরও পড়ুন
তিনি বলেন, আগের তুলনায় এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে এখন বড় সমস্যা হচ্ছে অনেকে তাদের দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামে। ট্রাফিক বন্ধ করে মানুষের চলাচলে কষ্ট সৃষ্টি করে। অনেক দুর্ভোগ সৃষ্টি করে। ঘণ্টার পর ঘণ্টা মানুষ রাস্তায় আটকা থাকে। আমি একাধিকবার তাদেরকে অনুরোধ করেছি, আপনারা এই কাজটি করবেন না। মানুষের অনেক কষ্ট হয়। দাবি-দাওয়া আদায়ের স্থান রাস্তা হতে পারে না। আপনারা দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যেয়ে টেবিলে বসে সমাধান করেন। মানুষকে কষ্ট দিয়ে দুর্ভোগ সৃষ্টি করে দাবি আদায়ের চর্চা ভালো নয়।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, সন্তান সম্ভবা নারী, অসুস্থ রোগী হাসপাতালে যেতে পারে না। বিদেশগামী যাত্রী সময় মতো বিমানে উঠতে পারে না। এমন কি গতকালও আপনারা দেখেছেন সিএনজি ড্রাইভাররা সকাল থেকেই ঢাকা শহরের অনেক জায়গায় রাস্তা বন্ধ করে দিয়েছে। শাহবাগে গতকালও আমি নিজে গিয়েছি, শিক্ষকদের অনুরোধ করেছি যে আপনারা জাদুঘরের সামনে এখানে বসে থাকেন, পুলিশ আপনাদের কিছু বলবে না, কিন্তু দয়া করে রাস্তায় গিয়ে ট্রাফিক বন্ধ করবেন না।
মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার সুশীল সমাজের ব্যক্তিদের পুলিশি সেবা সম্পর্কিত বিভিন্ন ধরনের পরামর্শের কথা শোনেন ও তারা আগের পুলিশের চেয়ে বর্তমান পুলিশের প্রশংসা করায় তিনি তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এমএসি/এমএ