নাগরিক সেবা নিশ্চিত করার তাগিদ ডিএসসিসি পরিচালনা কমিটির

জনপ্রত্যাশা অনুযায়ী নাগরিক সেবা নিশ্চিতকরণের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পরিচালনা কমিটি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ৪র্থ কর্পোরেশন সভায় এ সিদ্ধান্ত হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য সভায় অংশ নেন।
সভার শুরুতে তৃতীয় কর্পোরেশনের সভার কার্য বিবরণী দৃঢ়করণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচালনা কমিটির সভাপতি ও প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন, জুলাই - আগস্টে ছাত্রজনতার গন অভ্যুত্থান পরবর্তী নতুন জনপ্রত্যাশা সৃষ্টি হয়েছে। সীমিত সম্পদ সর্বোচ্চ আন্তরিকতার সাথে ব্যবহারের মাধ্যমে এই জনপ্রত্যাশা পূরনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
এছাড়া নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে পবিত্র রমজান মাসের আগেই বিভিন্ন রাস্তার মেরামতের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পতিত ফ্যাসিস্ট সরকারে সাথে জড়িত ব্যক্তিবর্গের নামে নামকরণকৃত ১০টি প্রতিষ্ঠান- স্থাপনার নাম পরিবর্তনের সুপারিশ করা হয়।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সকল বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এএসএস/এসএমডব্লিউ