শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের শ্রদ্ধা নিবেদন

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিবার।
আজ (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর ১২টা ৩০ মিনিটে উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ও ঢাবি প্রশাসন, সিনেট ও সিন্ডিকেট সদস্যর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনে জীবন উৎসর্গ করা বীরদের প্রতি জাতির পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা।
রাত ১১ টা ৫৮ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে এগিয়ে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিকুর রহমান ও সদস্যসচিব সাইফুদ্দিন আহমেদ। তিনি ১২ টা ১ মিনিটে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর ১২.১০ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধা জানায়।
ক্রমান্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন ও হলের প্রাধ্যক্ষবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং বিভিন্ন ছাত্র সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য শহিদ মিনার উন্মুক্ত থাকবে।
কেএইচ/এসএমডব্লিউ