বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রি নিহত

রাজধানীর মধ্য বাড্ডার মিনারা মসজিদে এলাকায় নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে মো. জাহাঙ্গীর হাওলাদার (৫৫) নামে এক রড মিস্ত্রি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী সোহরাব জানান, আমরা একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলায় কাজ করছিলাম। তখন জাহাঙ্গীর ভাই রড কাটার সময় অসাধানতাবশত নিচে পড়ে যায়। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় সে বেঁচে নেই।
নিহতের ভাই খলিল জানান, আমি খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি এসে দেখি আমার ভাই মারা গেছে। তার সহকর্মীদের কাছ থেকে জানতে পারি পাঁচতলা ভবনে রড কাটার সময় অসাবধানতাবসত নিচে পড়ে যায়।
তিনি আরও বলেন, আমাদের বাড়ি বরগুনা জেলার আমতলী থানার উত্তর গোপখালি গ্রামে। আমার বাবার নাম আব্দুল লতিফ হাওলাদার।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এমএ