টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ, দুদকের অভিযান

রাজধানীতে টিসিবির পণ্য বিক্রয় ও কার্ড পরিবর্তনে নানাবিধ অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অনিয়মের প্রমাণ মিলেছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত অভিযানে এমন প্রমাণ পেয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বলেন, কারওয়ানবাজারের টিসিবি ভবনে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১ কোটি ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তরকালে ৪৩ লাখ ম্যানুয়াল কার্ডকে বাতিল করার তথ্য পাওয়া যায়। এছাড়াও বিগত সময়ে নানাবিধ অনিয়মের মাধ্যমে ম্যানুয়াল ফ্যামিলি কার্ড বিতরণের তথ্য পাওয়া যায়। অভিযানকালে এ সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক টিম। রেকর্ডপত্র পর্যালোচনা করে শিগগিরই কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে টিম।
অভিযোগ সূত্রে জানা যায়, স্মার্ট কার্ডে রূপান্তর করা যায়নি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র ৪৩ লাখ কার্ড। হাতে লেখা কার্ডগুলোকে স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তর করতে গিয়ে এনআইডি যাচাইকালে ওই কার্ড বাদ পড়ে যায়। নানা জটিলতায় ও দুর্নীতির কারণে এসব কার্ড স্মার্ট কার্ডে রূপান্তর করা সম্ভব হয়নি। তাই এখনও আগের হাতের লেখা কার্ডেই টিসিবির পণ্য বিতরণ করতে হচ্ছে।
সূত্র জানায়, রমজানে টিসিবির ৫টি পণ্য— তেল, চিনি, ছোলা, খেজুর, ডাল বিক্রি করা হবে। আর সিটি করপোরেশনের বাইরে খেজুর বাদে ৪টি পণ্য বিক্রি হবে। কার্ডের বাইরেও ট্রাকে করে ঢাকা ও ঢাকার বাইরে মোট ৭০টি পয়েন্টে ২৪ হাজারের বেশি মানুষ পণ্য কিনতে পারবে। প্রতি ট্রাকে ৩৫০ জনের উপযোগী পণ্য দেওয়া হচ্ছে।
আরএম/এমএ