বহির্নোঙরের জাহাজের ওয়াচম্যানদের প্রশিক্ষণ দিল কোস্ট গার্ড

দেশের প্রধান সমুদ্র বন্দরের বহির্নোঙরে অবস্থানরত দেশি ও বিদেশি বাণিজ্যিক জাহাজে নিয়োগ দেওয়া ওয়াচম্যানদের প্রথমবারের মতো প্রশিক্ষণ দিয়েছে কোস্টগার্ড।
কোস্ট গার্ড পূর্ব জোন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ৭৪ জনকে ৫ দিনব্যাপী নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ দিয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বাংলাদেশের বৃহৎ সমুদ্র বন্দর চট্টগ্রামের বহির্নোঙরের দেশি ও বিদেশি বাণিজ্যিক জাহাজসমূহের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করে আসছে। বিদেশি বাণিজ্যিক জাহাজসমূহ বহির্নোঙরের অবস্থানকালীন দেশীয় এজেন্টের নিয়োগ করা ওয়াচম্যানরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু অদক্ষ ও অপ্রশিক্ষিত ওয়াচম্যানদের কারণে বাণিজ্যিক জাহাজসমূহে চুরি ডাকাতিসহ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে।
আরও পড়ুন
লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, বাংলাদেশের সমুদ্র বন্দরের মান আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ হয়। বিদেশি বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ওয়াচম্যানদের যুগোপযোগী, দক্ষ ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের ভূমিকা অপরিসীম। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রথমবারের মতো বন্দর ওয়াচম্যানদের ৫ দিনব্যাপী নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করেছে।
তিনি আরও জানান, ওই বুনিয়াদ প্রশিক্ষণে চট্টগ্রাম বন্দরের সর্বমোট ৭৪ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, জাহাজে অগ্নি নির্বাপণ ও সমুদ্রে জীবন রক্ষা বিষয়ক বিভিন্ন সংস্থাকে যেকোনো ধরনের বুনিয়াদী প্রশিক্ষণ প্রদানের নিমিত্তে ভবিষ্যতেও কোস্ট গার্ড কর্তৃক এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
এমএসি/এমএন