নোমানকে আনা হলো চট্টগ্রাম, বাদ জুমা জানাজার পর বিকেলে দাফন

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে। তাকে এক নজর দেখতে মরদেহ ঘিরে ভিড় করেছেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় ঢাকা থেকে মরদেহ নিয়ে আসা হেলিকপ্টারটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অবতরণ করে। সেখান থেকে নোমানের মরদেহ নেওয়া হয় কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসভবন প্রাঙ্গণে।
আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মরদেহ নেওয়া হবে। পরে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়টির ছাত্র, শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবন মাঠে নেওয়া হবে নোমানকে।
আরও পড়ুন
এদিন দুপুর ১টায় মরদেহ জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে রাখা হবে এবং পরে বাদ জুমা বেলা আড়াইটায় জানাজা অনুষ্ঠিত হবে। সর্বশেষ আসরের পর রাউজান গহিরা স্কুলমাঠে মরহুমের জানাজা শেষে গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গত ২৫ ফেব্রুয়ারি ভোর ৬টায় রাজধানীর ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেন আবদুল্লাহ আল নোমান। প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুর খবরে চট্টগ্রামসহ সারা দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
আরএমএন/এমজে