দুদকের মামলা
ডিএসসিসি’র সাবেক কাউন্সিলরের ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ

প্রায় ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক কাউন্সিলর (৫৯ নং ওয়ার্ড) ও মেসার্স তালুকদার অ্যান্ড কোং-এর মালিক আকাশ কুমার ভৌমিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৩ মার্চ) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. আহসানুল কবীর পলাশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুদকের অনুসন্ধানে আকাশ কুমার ভৌমিকের নামে ২৮ কোটি ৪৭ লাখ ২৭ হাজার ৩৯১ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১৩ কোটি ৫১ লাখ ২৭ হাজার ১৯৫ টাকার। অর্থাৎ ১৪ কোটি ৯৬ লাখ ১৯৬ টাকার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
আরএম/জেডএস