‘সরকার জুলাই অভ্যুত্থানের অভীষ্ট লক্ষ্যে স্থির থাকতে পারছে না’

অনেকেই এখন গণঅভ্যুত্থানের কথা ভুলে যাচ্ছে, সরকারও লক্ষ্যে স্থির থাকতে পারছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
তিনি বলেন, জাতীয় ঐকমত্য বজায় রাখতে এবি পার্টিকে (আমার বাংলাদেশ পার্টি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
দ্বিতীয় দিনের মতো চলছে এবি পার্টির গণ-ইফতার কার্যক্রম। দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে গণ-ইফতার কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এই আমলা।
এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় ড. মোহাম্মদ জকরিয়া বলেন, গতানুগতিক রাজনৈতিক দলগুলো থেকে এবি পার্টি ব্যতিক্রমী রাজনীতি করছে। হাজারো মানুষের ইফতার আয়োজন করা অনেক কঠিন কাজ। কিন্তু সেই কঠিন কাজটি এবি পার্টি সুশৃঙ্খলভাবে চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এবি পার্টি জুলাই বিপ্লবে সংগ্রামী ভূমিকা পালন করেছে। গণঅভ্যুত্থানে সঠিকভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এখন সময় এসেছে গণঅভ্যুত্থানের স্পিরিটের আলোকে দেশ পুনর্গঠনের। সেখানেও এবি পার্টিকে অগ্রণী রাখতে হবে।
গণ-ইফতারে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের আহ্বায়ক ইলিয়াস হোসেন, গাউসুল আযম শিপু, নেত্রকোণা জেলা এবি পার্টির সদস্যসচিব মাকসুদুল হাসান।
জেইউ/এমজেইউ