গাবতলীতে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ৩টা ৮ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান ঢাকা পোস্টকে বলেন, রাত ৩টা ৮ মিনিটে আমাদের কাছে খবর আসে গাবতলী শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে।
আরও পড়ুন
খবর পেয়ে একে একে ৮টি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী এক ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণ আসেনি। আগুন লাগার কারণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
জেইউ/এসএসএইচ