ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি শেখ জুবায়ের হোসেন (৬৫) মারা গেছেন।
রোববার (৯ মার্চ) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
কারারক্ষী সোহেল আলী জানান, শেখ জুবায়ের হোসেন গত ৫ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আজ ভোর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, তার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার দরগাইপুর গ্রামে। তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, শেখ জুবায়ের হোসেনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে কারা কর্তৃপক্ষ তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে
এসএএ/এমটিআই