মঙ্গলবার জরুরি সভা ডেকেছে ভূমিকম্প সচেতনতা কমিটি

সম্প্রতি সিলেট অঞ্চলে আঘাত হানা ঘনঘন ভূমিকম্প ইস্যু নিয়ে জরুরি সভা ডেকেছে ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটি।
রোববার (৩০ মে) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী-২০১৯ এর ৩.১.৪ অনুচ্ছেদ অনুযায়ী আগামী মঙ্গলবার (১ জুন) বিকেল ৩টায় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে। কমিটির সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সভায় সভাপতিত্ব করবেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন বলেন, উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তীতে করণীয় নির্ধারণে সভায় আলোচনা করা হবে।
শনিবার (২৯ মে) সিলেটে পরপর পাঁচ বার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়। এদিন দুপুর ১টা ৫৮ মিনিটে পঞ্চম বার ভূমিকম্প অনুভূত হয়। এর আগে সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম, ১০টা ৫১ মিনিটে দ্বিতীয়, বেলা ১১টা ২৯ মিনিটে তৃতীয় এবং ১১টা ৪০ মিনিটে চতুর্থ বার ভূমিকম্প অনুভূত হয়।
এরপর রোববার আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা জানা যায়নি।
এসএইচআর/জেডএস