কদমতলীতে কয়েল ফ্যাক্টরিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কদমতলীর জুরাইনে একটি মশার কয়েল তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে মো. হাবিব (৫৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ (বুধবার) বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হাবিব শরীয়তপুর সদরের বাংলাবাজার গ্রামের রাজু ফকিরের ছেলে। বর্তমানে জুরাইন এলাকার কমান্ডার মশার কয়েল কারখানায় কাজ করতেন তিনি।
নিহতের সহকর্মী ইসমাইল জানান, আমরা দুজনেই কমান্ডার মশার কয়েলের কারখানার কর্মচারী। বিকেলের দিকে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে সে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান হাবিব আর বেঁচে নেই।
আরও পড়ুন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই শ্রমিককে ইফতারের কিছুক্ষণ আগে অচেতন অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এনএফ