চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ মঞ্জুর এলাহী

রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী।
আজ (বৃহস্পতিবার) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বেলা সাড়ে ৩টায় তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
উপস্থিত আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা দাফনকাজে অংশ নেন। এসময় মঞ্জুর এলাহীর ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর নিজ হাতে বাবাকে কবরে শায়িত করেন। পরিবারের অন্য সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন। পরে একে একে তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা কবরে মাটি দিয়ে মরহুমের দাফন সম্পন্ন করেন।
সকালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম জানাজার পর দুপুরে গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এসময় সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘আমার বাবা এই দেশটাকে বেশি ভালোবাসতেন। ওনার শেষ কথাগুলোর মধ্যে একটি ছিল—সবার আগে দেশ। আমার বাবা যদি কারও মনে কষ্ট দিয়ে থাকেন, তাহলে আপনারা তাঁকে ক্ষমা করে দেবেন।’
তিনি আরও বলেন, ‘বাবা নিজেকে কখনো ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতে চাননি। তিনি বলতেন, মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের সঙ্গে থাকতে চাই। আপনারা দোয়া করবেন, আমরা যেন ওনার সেই পথ অনুসরণ করতে পারি। আপনারা তার জন্য দোয়া করবেন।’
এসময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী; বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি এ কে আজাদসহ বিশিষ্ট ব্যবসায়ী, অভিনেতা তারিক আনামসহ তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
এমএ