সামুদ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশের প্রশংসা

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তার পরিচয়পত্র পেশ করেছেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মার্চ) লন্ডনে আইএমও সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকোর কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের হাইকমিশনার।
পরিচয়পত্র পেশ করার পর হাইকমিশনার আবিদা ইসলাম আইএমওর মহাসচিবের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশ ও আইএমওর মধ্যে সামুদ্রিক খাতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
হাইকমিশনার বাংলাদেশের পক্ষ থেকে নিরাপদ, সুরক্ষিত ও পরিবেশবান্ধব জাহাজ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন
আইএমও মহাসচিব বাংলাদেশকে টেকসই সামুদ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রশংসা করেন এবং অন্যান্য দেশকেও এ ক্ষেত্রে বাংলাদেশকে অনুসরণ করার আহ্বান জানান।
এনআই/এমএন