বুধবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইউটিলিটি প্রতিস্থাপন প্রকল্পে গ্যাস পাইপ লাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বুধবার (০৬ জানুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (০৫ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশিন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের আওতায় মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেলক্রসিং (নাখালপাড়া রেল ক্রসিংয়ের উভয় পাশে জোড়পোড় ও বিজয় সরণি ব্রিজের উত্তর পাশ পর্যন্ত) গ্যাস পাইপ লাইন স্থানান্তর কাজের জন্য বুধবার সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত মোট ৮ ঘন্টা সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পূর্ব নাখালপাড়া, নাখালপাড়া রেলক্রসিং সংলগ্ন পশ্চিম নাখালপাড়া এবং এর আশেপাশের এলাকার শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক ও আবাসিক শ্রেণির সকল প্রকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এএসএস/এসআরএস