সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে সাভারের গৌরীপুর, দোসাইদ, কুমকুমারি, আনোয়ার জং সড়ক, জিরাবো এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে তিনটি শিল্প ও ১টি আবাসিক গ্রাহকের ৭৩টি ডাবল গ্যাস বার্নারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযানে ইভা ওয়েট অ্যান্ড ড্রাই প্রসেস, মেসার্স কোল্ড স্টোন ওয়াশিং লিমিটেড, ইকো ড্রাই লন্ড্রি ইন্ডাস্ট্রিজ ও মিটারবিহীন একজন আবাসিক গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৭০০ ফুট পাইপ অপসরণপূর্বক জব্দ করা হয়েছে। এতে মাসিক ৪১ লাখ ৫৩ হাজার ৩২০ টাকা মূল্যের ১ লাখ ৩৬ হাজার ১৭৫ ঘনফুট গ্যাস সাশ্রয় সম্ভব হবে।
অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ‘ইভা ওয়েট অ্যান্ড ড্রাই প্রসেস’ ও ‘ইকো ড্রাই লন্ড্রি ইন্ডাস্ট্রিজ’ কর্তৃপক্ষদ্বয়ের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ওএফএ/এমএ