স্বাস্থ্যকেন্দ্রে নেই অ্যান্টিভেনম, সাপের কামড়ে প্রবাসীর মৃত্যু

শরীয়তপুরের জাজিরার চৌকিদার কান্দি এলাকায় গোখরো সাপের কামড়ে কামরুল ইসলাম চৌকিদার (৩৮) নামে এক প্রবাসী মারা গেছেন।
সোমবার (২৮ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কামরুল ইসলাম জাজিরা উপজেলার চৌকিদার কান্দি গ্রামের মতিউর রহমান চৌকিদারের ছেলে। তিনি সৌদি আরবে থাকতেন।
আরও পড়ুন
নিহতের স্ত্রী শিলা বেগম জানান, আমার স্বামী গত ৩ রমজানে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। কিছুদিনের মধ্যেই আবার তার সৌদি আরবের যাওয়ার কথা ছিল। আজ বিকেলের দিকে বৃষ্টি হওয়ায় বাড়ির পানি নিষ্কাশনের পাইপটি আবর্জনায় ভরে যায়, আবর্জনা পরিষ্কার করতে গেলে পাইপের মধ্যে থাকা গোখরো সাপ তার হাতে কামড় দেয়। এতে সে অসুস্থ হলে দ্রুত তাকে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অ্যান্টিভেনম না থাকায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে কামরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় চিকিৎসক বিনা ময়নাতদন্তে ওই ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এসএএ/এআইএস