চট্টগ্রামে ছাত্রলীগ নেত্রী পুলিশের হেফাজতে

চট্টগ্রামে হাজী মুহাম্মদ মহসিন কলেজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান কাকনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (৪ মে) কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কাকন দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক মন্তব্য করতেন। তাকে ক্যাম্পাসে দেখে উত্তেজিত শিক্ষার্থীরা অবরুদ্ধ করে পুলিশে খবর দেন।
আরও পড়ুন
চকবাজার থানার ওসি জাহিদুল কবির জানান, খবর পেয়ে পুলিশ কাকনকে হেফাজতে নেয়। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এমআর/এমএসএ