ডিএনসিসিকে ৫ কাঠা জমি দিলো হাউজিং সোসাইটি

উন্নয়নের জন্য পাঁচ কাঠার একটি খেলার মাঠ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে (ডিএনসিসি) দিয়েছে উলুদার হাউজিং সোসাইটি।
রোববার (১১ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র ফারজানা ববি বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ অঞ্চল ৭-এর ৫২ নং ওয়ার্ড পরিদর্শনকালে দেখেন ওই এলাকায় শিশুদের খেলাধুলার জন্য কোনো মাঠ নেই। এ বিষয়ে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেন তিনি। পরবর্তী সময়ে এলাকার জনগণের সঙ্গে আলোচনা করে দ্রুত রাস্তাঘাট উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং একটি খেলার মাঠের জায়গা নির্ধারণের অনুরোধ জানান।
আরও পড়ুন
প্রশাসকের অনুরোধে উলুদার হাউজিং সোসাইটি ৫২ নং ওয়ার্ডের খেলার মাঠের জন্য সিটি কর্পোরেশনকে পাঁচ কাঠার একটি স্থান প্রদানের ঘোষণা দেন।
তিনি আরও বলেন, অতিদ্রুত সময়ের মধ্যে খেলার মাঠটি দলিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে হাউজিং সোসাইটি। ইতোমধ্যে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের নির্দেশনায় ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীরা মাঠটি পরিষ্কার করেছে এবং স্থানীয় শিশু-কিশোরদের জন্য মাঠটি উন্মুক্ত করা হয়েছে।
এএসএস/এমজে