শাহ আমানতে বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ হাজার দিরহাম, ১০টি মোবাইল ফোন ও ২ কার্টন সুতার বান্ডিলসহ মো. সাঈম নওয়াজ (২৫) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
রোববার (১১ মে) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টম কর্মকর্তাদের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার দিরহাম, আনুমানিক ১২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং ২ লাখ টাকা মূল্যের দুটি সুতার কার্টন জব্দ করা হয়।
আটক সাঈম নওয়াজ সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছমদর পাড়ার সরওয়ার কামালের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, তিনি প্রায় সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করতেন। শনিবার বিকেলে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাওয়ার কথা ছিল তার।
আরও পড়ুন
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আটক আসামিকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করছে কাস্টমস কর্তৃপক্ষ।
এমআর/এমএন