চট্টগ্রামে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মজিবুর রহমান (৩৩) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার বাজালিয়া ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন (শনিবার) বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে দায়ের হওয়া একটি মামলায় চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। এদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মজিবুর বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকাকালে মজিবুর পূর্ব সাতকানিয়া এলাকার ত্রাস সৃষ্টি করেছিল। তারা নেতৃত্বে এলাকায় জমি দখল, সরকারি প্রকল্পে দুর্নীতি এবং ভিন্নমত পোষণকারীদের নির্যাতনের অভিযোগ ছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (আংশিক সাতকানিয়া ও লোহাগাড়া) আসনে নির্বাচন করেছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ। ওই বছরের ১৫ ডিসেম্বর দুপুরে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী সাইক্লোন সেন্টার এলাকায় ছাতা প্রতীকের পক্ষে কর্নেল অলির ছেলে অধ্যাপক ওমর ফারুক সানির নেতৃত্বে নির্বাচন প্রচারণা চলছিল। এ সময় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এলডিপির নেতাকর্মীদের ওপর হামলা করে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর আহত ভুক্তভোগী ও কেঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সরওয়ার জামাল বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি করেন। গত বছরের ২০ আগস্ট মামলাটি থানায় রেকর্ড করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম, বিস্ফোরক মামলায় তদন্তে প্রকাশিত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমআর/এসএম