অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশ, যৌথ অভিযানের ঘোষণা

অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব স্থানে অবৈধভাবে বালু উত্তোলিত হয়, সেসব স্থানে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করতে বলা হয়েছে।
বুধবার (১৪ মে) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে সব বিভাগের কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বালুমহাল সংক্রান্ত ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সংযুক্ত ছিলেন।
সভায় যেসব সিদ্ধান্ত হয়েছে-
১। অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকদেরকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেসব স্থানে অবৈধভাবে বালু উত্তোলিত হয়, সেসব স্থানে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করতে হবে।
২। জনগণের অভিযোগ নিষ্পত্তি করতে হবে এবং অভিযোগ নিষ্পত্তির জন্য গৃহীত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট অভিযোগকারীকে জানাতে হবে।
৩। নতুন বালু মহাল ঘোষণার পূর্বে হাইড্রোগ্রাফিক জরিপসহ প্রচলিত আইন ও বিধি মেনে ইজারা কার্যক্রম পরিচালনা করতে হবে।
৪। দীর্ঘদিনের পুরোনো হাইড্রোগ্রাফিক জরিপের ভিত্তিতে দেওয়া বালু মহালের ক্ষেত্রে নতুন করে ইজারা কার্যক্রম গ্রহণের আগে পুনরায় হাইড্রোগ্রাফিক জরিপ করে ইজারা কার্যক্রম গ্রহণ করতে হবে।
৫। ইজারাধীন বালুমহালের সীমানা ইজারাদারকে চিহ্নিত করে দিতে হবে এবং চিহ্নিত এলাকার বাহিরে বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৬। সূর্যাস্তের পর বালু উত্তোলন বন্ধের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৭। যেসব বালু মহাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে একাধিক জেলার সম্পৃক্ততা রয়েছে, সেসব ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় করে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৮। অবৈধভাবে উত্তোলিত জব্দ করা বালু নিলামে না দিয়ে সরকারি প্রতিষ্ঠানের নির্মাণকাজে ব্যবহারের জন্য প্রয়োজনে আদালতের সিদ্ধান্ত নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৯। বালু মহালের ইজারাগ্রহীতা থেকে শর্ত ভঙ্গ হলে শুধু শ্রমিকদের নয় বরং ইজারাদারকে বিচারের মুখোমুখি করতে হবে।
১০। জেলা পর্যায়ে অভিযোগ নিষ্পত্তিতে কার্যকর কাঠামো নিশ্চিত করতে হবে।
এসএইচআর/এমজে