দাঁড়িয়ে থাকা আশার বাইকে ধাক্কা বেপরোয়া ট্রাকের, ভিডিও ভাইরাল

রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী আশা চৌধুরী নিহত হওয়ার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, আশাকে বহনকারী মোটরসাইকেল ইউটার্ন নেওয়ার জন্য অপেক্ষা করছিল। এসময় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় পড়ে মৃত্যু হয় আশার।
তার পেছনে থাকা গাড়ির ক্যামেরায় মর্মান্তিক সেই দৃশ্য ধরা পড়ে। সোমবার মধ্যরাতে মিরপুরের দারুস সালাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ক্যামেরায় দেখা যায়, একটি পিকআপের পেছনে আশাকে বহনকারী মোটরসাইকেল মোড় ঘুরানো জন্য দাঁড়িয়ে ছিল। পেছন থেকে বেপরোয়া গাতির ট্রাক আশার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চালক ডানে আর আশা বামে পড়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয় আশার মুখমণ্ডল ও শরীর।
ঘটনার বিষয়ে দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) সোহান আহমেদ বুধবার (৬ জানুয়ারি) ঢাকা পোস্টকে বলেন, ঘটনার তদন্ত চলছে। ট্রাক সনাক্ত করে চালককে গ্রেফতার করার চেষ্টা করছি।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজিতে (বিইউবিটি) আইন বিভাগে সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী আশা মিরপুরের রূপনগরের ২০ নম্বর রোডের ৩৭ নম্বর বাসায় থাকতেন।
উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিশুশিল্পী আশা চৌধুরী শিহাব শাহীনের ‘একদিন সোফিয়া’ টেলিফিল্মের মাধ্যমে ছোটপর্দায় নাম লেখান। তারপর থেকেই শোবিজে নিয়মিত কাজ করতে থাকেন।
সম্প্রতি আশা অভিনয় করেছেন রোমান রুনির ‘দ্য রিভেঞ্জ’ ও ‘এক ফালি রোদ’, জয় সরকারের ‘ওল্ড ইজ গোল্ড’, কামরুজ্জামান পুতুলের টেলিছবি ‘স্বপ্নে বিভোর বাবা’ এবং আরও কিছু নাটকে।
এআর/ওএফ