পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান

যারা পরিবেশ ধ্বংস করে তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, মানুষের টিকে থাকার জন্য পৃথিবী দরকার, কিন্তু পৃথিবীর টিকে থাকার জন্য মানুষের দরকার নেই। পৃথিবীতে বহু প্রাণী এসেছে, বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু পৃথিবী টিকে গেছে। মানুষ বিলুপ্ত হয়ে গেলে প্রকৃতির কিছু যাবে আসবে না।
তিনি বলেন, পরিবেশ-প্রকৃতি ধ্বংস করার মধ্য দিয়ে মানুষ ক্রমাগত নিজের অস্তিত্বকেই ধ্বংসের মুখে দাঁড় করাচ্ছে। সুতরাং আমাদের নিজেদের প্রয়োজনেই পরিবেশ-প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে।
গত ১২ বছরে দেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ বেড়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যেখানে এক সময় বনাঞ্চলের পরিমাণ ৮ শতাংশের নিচে নেমে এসেছিল। এখন তা অনেক বেড়েছে।
হাছান মাহমুদ বলেন, পরিবেশ বিজ্ঞানের একজন ছাত্র ও পরিবেশকর্মী হিসেবে সবার প্রতি বিনীত নিবেদন জানাই, প্রত্যেকেই যেন তিনটি করে গাছ লাগাই। এটি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার স্লোগান। নিজের প্রয়োজনে পরিবেশ-প্রকৃতিকে যদি সংরক্ষণ করি, তবেই মানুষ এই পৃথিবীতে টিকে থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিটিভির উপ-মহাপরিচালক (বার্তা) অনুপ খাস্তগীর, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক আবদুল আওয়াল সরকার, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য। সভা শেষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
কেএম/আরএইচ