গানে, স্লোগানে চলছে ব্লকেড

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ব্লকেড কর্মসূচিতে গানে গানে স্লোগানে মেতেছেন বিক্ষোভকারীরা। টানা চারদিন বিক্ষোভ কর্মসূচি পালনের পর আজ নগরভবন ব্লকেড কর্মসূচির পালন করছেন তারা। মূল ফটক আটকে নতুন এ কর্মসূচি পালনের ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
মূল ফটকের সামনে অস্থায়ী মঞ্চ বানিয়ে সংগীত পরিবেশন করছেন তারা। সেই গানে মেতে উঠেছেন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে চাওয়া আন্দোলনকারীরা। আন্দোলনে সংহতি প্রকাশ করে গান পরিবেশনে অংশ নিয়েছেন সংগীত পরিচালক ইথুন বাবু, প্রতিবাদী সংগীত শিল্পী মৌসুমি, সংগীত শিল্পী পলাশসহ সংগীতাঙ্গনের বেশ কয়েকজন। আন্দোলনকারীদের সঙ্গে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গানে গানে স্লোগানও দিচ্ছেন তারা।
মূলত আদালতের রায় মেনে ও নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট বাস্তবায়ন করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবিতে উত্তাল নগর ভবন এলাকা।
পূর্ব ঘোষণা অনুসারে সোমবার (১৯ মে) সকাল থেকে নগর ভবন এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন এলাকা থেকে আসা ইশরাকের সমর্থকরা। তারা নগর ভবনের সামনে অবস্থান নেন। পরে বঙ্গবাজার মার্কেট এলাকা ব্লকেড করে দেন আন্দোলনকারীরা। একইসঙ্গে গোলাপ শাহ মাজারের রাস্তাও বন্ধ করে দেন তারা।
আরও পড়ুন

আন্দোলনকারীরা বলছেন, আমাদের ভোটের রায় হাসিনা ছিনিয়ে নিয়েছিল, আদালতের রায়ে আমরা ভোটের মর্যাদা ফিরে পেয়েছি। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত, নির্বাচন কমিশনও গেজেট দিয়েছে। এই সরকারের লোকজন তাকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। আমরা এর প্রতিবাদ জানাই। অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।
এদিকে গত শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এ রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন।
গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।
এএসএস/এসএসএইচ