পদোন্নতি পেলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মতিউর রহমান

পুলিশ অধিদপ্তর ঢাকার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) মো. মতিউর রহমান শেখকে পদোন্নতি দিয়ে গ্রেড-১ করা হয়েছে।
সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন), পুলিশ অধিদপ্তর, ঢাকা পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-১ (৭৮,০০০ টাকা নির্ধারিত) পদে পদোন্নতি করা হলো।
আরও পড়ুন
এতে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
এমএম/এসএসএইচ