হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যানের বাসায় ঢোকার চেষ্টা লোকজনের

এনসিপির লোক পরিচয়ে অচেনা লোকজন দরজা ভেঙে বাসায় ঢোকার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফা।
সোমবার (১৯ মে) রাত ১১টার পর সিভিল পোশাক পরিহিত একদল লোক ধানমন্ডির ৪ নম্বর সড়কের ৩৬/১ এর তার বাসার সামনে অবস্থান নিয়ে আওয়ামী দোসরদের ঠাই নাই বলে নানা স্লোগান দেন। এরপর বাসার দাড়োয়ানকে ধাক্কা দিয়ে তার চতুর্থ তলার বাসায় ঢোকার চেষ্টা করেন তারা।
৯৯৯ এ কল করে পরিস্থিতি জানিয়ে অভিযোগ করার পর ঘটনাস্থলে আসে পুলিশ। এ ঘটনায় বাসার আশপাশ ঘিরে রেখেছে পুলিশ।
হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, আমি আওয়ামী লীগের কেউ নই। আমার জানামতে আমার বিরুদ্ধে কোনো মামলাও নেই। তবে আমি একজন পাবলিশার্স হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের বা মতাদর্শের বই প্রকাশ করেছি। এরমধ্যে আওয়ামী লীগেরও অনেক বই আমি প্রকাশ করেছি। শুধু আওয়ামী লীগ নয় বিএনপির জাতীয়পার্টি এবং জামায়াতের বইও আমি প্রকাশ করেছি।
‘এটা তো আমার ব্যবসা। এজন্য আমাকে আওয়ামী দোসর বানিয়ে মধ্যরাতে বাসায় এসে দরজা ভাঙার চেষ্টা, দারোয়ানকে মারধর কিংবা মব সৃষ্টির চেষ্টা কেউ করতে পারে না।’
তিনি আরও বলেন, আমি ৯৯৯ এ কল করে বিষয়টি জানানোর পর পুলিশ আসছে।
পুলিশ এসে গালিগালাজ করছে, খারাপ ব্যবহার করছে বলে অভিযোগ করে তিনি বলেন, আমি আইজিপিকে ফোন করে ঘটনা জানিয়েছি, তিনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। এখন নিরাপত্তাহীনতায় আছি।
এ ব্যাপারে একাধিকার যোগাযোগ করা হলেও ফোন ধরেননি ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তবে তিনি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে রমনার বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে ওসি সাহেব রয়েছেন, আমিও যাচ্ছি৷ গিয়ে বলতে পারবো আসলে ঘটনাটা কী। কে বা কারা বাসায় ঢোকার চেষ্টা করেছে বলে অভিযোগের কথা জানান তিনি।
জেইউ/এমএন