সকল পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি ওপেক্স গ্রুপের কর্মীদের

নারায়ণগঞ্জের ওপেক্স গ্রুপের কর্মীদের সকল পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের কর্মীরা।
রোববার (৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান প্রতিষ্ঠানটির কর্মীরা। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটি গত ৫ বছর ধরে বাৎসরিক ছুটির টাকা, মাতৃত্বকালীন ছুটির টাকা, মৃত্যুজনিত বিমার টাকা পরিশোধ করছে না। একইসঙ্গে প্রতিমাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধের কথা থাকলেও সেটাও করা হচ্ছে না।
মানববন্ধনে কর্মীরা বলেন, বিগত পাঁচ বছর ধরে ওপেক্স গ্রুপে যে অনিয়ম চলছে তার অবসান হওয়া উচিৎ। গ্রুপের বড় বড় কর্মকর্তারা অনিয়মিতভাবে লে অফ অথবা অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেওয়ার ভয়-ভীতি দেখান। বিগত দুই বছর ধরে লে অফ দিয়ে কারখানা চালানো হচ্ছে। আর এই জন্য শ্রমিকরা অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তারা আরও বলেন, বাংলাদেশ শ্রমিক আইনে কোনো ধারায় এভাবে লে অফ দেওয়ার নিয়ম নেই। আমরা নির্যাতিত শ্রমিকরা মৌখিকভাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে জানালেও কোনো প্রতিকার পাইনি। আমাদের এই সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন আমাদের বিষয়টি একটু ভেবে দেখে সমাধান করে।
এমএইচএন/এনএফ